রবিবার, ০৪ জুন ২০২৩, ১২:০২ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ ১৭ই মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদ্যান উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় কেক কর্তন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দুপুরে মেয়র, পৌর পরিষদ ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে পৌরসভা কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।
পরে পৌরসভা হলরুমে কেক কর্তন শেষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীরীগের সধারণ সম্পাদক ও গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আতাউর রহমান সরকার। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউরমান বাবলু, উপজেলা আওয়ামীরীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিঞা আসাদুজ্জামান হিরু, সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম ডাকুয়া, পৌরসভার প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর রিমন তালুকদার, ৭নং ওয়ার্ড কাউন্সিলর জোবাইদুর রহমান বিশা, কাউন্সিলর মোকলেছুর রহমান, কাউন্সিলর আনিছুর রহমান শিবলু, কাউন্সিলর ফারুক হাসান সরদার, মহিলা কাউন্সিলর গোলাপী বেগম, রেবেখা সুলতানা শিল্পী, জাহুরা বেগম, সার্ভেয়ার আনোয়ার হোসেন প্রমুখ।
এছাড়াও দোয়া মাহফিল, পৌরসভা কার্যালয় আলোকসজ্জা ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়।