বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:১৭ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ পৌরসভায় নির্মানাধীন ২টি জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে এ কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আতাউর রহমান সরকার।
জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌরসভার বাস্তবায়নে এডিপির আওতায় প্রায় ৯ লক্ষ টাকা ব্যয়ে পৌরসভার ১নং ওয়ার্ডের বোয়ালিয়া নয়াবাড়ি জামে মসজিদ ও সাড়ে ৬ লক্ষ টাকা ব্যয়ে ৯ নং ওয়ার্ডের মন্ডলপাড়া জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়। পৌর মেয়র ছাড়াও পৌরসভার প্রকৌশলী এএসএম শরিফুল ইসলাম ডাকুয়া, সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ খানুন নুনু, পৌর কাউন্সিলর মাসুদ রানা বাপ্পী, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজম সরকার, উপজেলা ন্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন রুমী, ঠিকাদার রফিকুল ইসলাম রফিক, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান জয়, নকশাকার মামুন, কার্য সহকারী আশরাফুলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।