রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:২৬ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ী উপজেলার জনগুরুত্বপূর্ণ টেংরা বাদিয়াখালী রাস্তার কাশিয়াবাড়ী বাজার হইতে বেংগুলিয়া মৌজার সীমানা পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার রাস্তা ৭৩ লক্ষ টাকা ব্যায়ে কার্পেটিং এর জন্য বরাদ্দ হয়। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ডিজিটাল পদ্ধতিতে রাস্তার কার্পেটিং এর কাজ করা হচ্ছে। পেপার মেশিন দিয়ে কাজ করার উপকারিতা সম্পর্কে জানতে চাইলে পলাশবাড়ী উপজেলা প্রকৌশলী তাহাজ্জত হোসেন জানান, পেপার মেশিন দিয়ে কার্পেটিং এর কাজে রাস্তার টেকসই বৃদ্ধি পায় এবং মেট্রোলিয়াস বিটুমিন পরিমিতিভাবে সমন্বয় থাকে। ফলে কাজের গণগত মান তুলনামূলকভাবে ভালো হয়। তিনি আরও বলেন এতে করে রাস্তাটির স্থায়ীত্ব বাড়বে। বিজ্ঞান সম্মত এ কাজ করায় অনিয়ম করার প্রশ্নই ওঠেনা। বৈজ্ঞানিক পদ্ধতিতে নতুন আঙ্গিকে রাস্তাটি আমরা সংস্কার করছি ।