শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৯ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টারঃ হরতাল অবরোধ সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘিœত, শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচি অনুযায়ী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আল-আমিন রহমানের দিক নির্দেশনায় গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ছাত্রলীগের উদ্যোগে জেলার প্রবেশদার গোবিন্দগঞ্জ পয়েন্টে বিক্ষোভ মিছিল করে উপজেলা ও গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা।
গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ হক স্মৃতি ছাত্রলীগের সভাপতি প্রার্থী জাকির হোসেন ও গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী বদরুল আমিনের নেতৃত্বে বিশাল মিছিল পয়েন্টের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক পথসভায় মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাকিম রায়হান, সেলিম আহমদ, মাহবুব হাসান, মুহিবুর রহমান তারেক, আল মিরাজ পাপ্পু, কাইয়ুম আহমদ, আবেদ, আহমেদ, শিমুল আহমদ, হাবিবুর রহমান সাজু, রাসেল আহমদ, হবিব আহমদ, রবিউল, সজিব, ইমন মিয়া, বদরুল আলম, শাহ তাহিদ, তাওহিদ, হোসাইন প্রমুখ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com