শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:৫৯ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ মুজিব শতবর্ষ প্রধান মন্ত্রীর ঈদ উপহার হিসেবে তৃতীয় পর্যায়ের জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপস্থিত সাংবাদিক উদ্যেশ্যে বিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন। তাকে সহায়তা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম। এছাড়াও প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন দরবস্ত ইউপি চেয়ারম্যান আবু রুশদ মোঃ শরিফুল ইসলাম জর্জ, সেকেন্দার আলী মন্ডল।
ব্রিফিং শেষে উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ব্রিফিংয়ে তিনি বলেন আজ মঙ্গলবার প্রধান মন্ত্রী এই উপজেলা ৩৮০ টি ঘরের মধ্যে ২৪৫টি গৃহ হস্তান্তর করবেন। বাকী ১৩৫টি গৃহ জুন মাসে হস্তান্তর করবেন।