সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৬:০৩ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের ২০২১-২০২২ইং অর্থ বছরের ৭ কোটি ২৬ লাখ ১০ হাজার ২১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ বাজেট ঘোষনা অধিবেশন অনুষ্ঠিত হয়। বাজেট অধিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী বক্তব্য রাখেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জহিরুল ইসলামের সঞ্চালনায় এ বাজেট অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, মহিলা ভাইস চেয়ারম্যান সাকিলা বেগম, থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মজিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়শনের সাধারন সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আরম শরিফুল ইসলাম জর্জ প্রমূখ।