সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টালঃ খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে গতকাল বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের উদ্যোগে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার ও পণ্যের মান সনদ গ্রহণ না করে মশার কয়েল উৎপাদন ও বিক্রয়-বিতরণ করার অপরাধে মেসার্স ফারকো কেমিক্যাল (ব্রান্ড-ফারকো), দিঘীরহাট, গোবিন্দগঞ্জকে বিএসটিআই আইন-২০১৮ এর ১৫ (১) ধারায় এক লক্ষ টাকা জরিমানা ও আনুমানিক ২০০ কার্টুন মশার কয়েল ধ্বংস করা হয়। এছাড়া মেসার্স মৌসুমি ফিলিং স্টেশন, দিনাজপুর রোড, গোবিন্দগঞ্জ প্রতি ১০ লিটার পেট্রোল ইউনিটে পরিমাপে ৯০ মিলি কম প্রদান করার অপরাধে মোট এক লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গোবিন্দগঞ্জ এস এম আব্দুল্লাহ-বিন-শফিক।