শুক্রবার, ০২ জুন ২০২৩, ১২:২৩ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ৮শ’ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ থানার এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত আব্দুর রহমান পাগলার বাড়িতে অভিযান চালিয়ে ৮শ’ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার কারেছে। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার দরবস্ত ইউনিয়নের শাবগাছি গ্রামের কলিম উদ্দিনের ছেলে রকেট মিয়া (৩০), দুদু সরকারের ছেলে লিটন সরকার (৩২) ও বগুলাগাড়ি গ্রামের তাজুল ইসলামের ছেলে মতিউর রহমান(২৮) তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের লাল মিয়ার ছেলে আব্দুল বাতেন(৩৫) এবং জামালপুর নোদা পাড়া গ্রামের ডিপটি মিয়ার ছেলে মোখলেস মিয়াকে (৩২) জুয়া খেলারত অবস্থায় গ্রেফতার করে। এসময় পুলিশ তাদের দেহ তল্লাশি করে ৮শ’ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ জুয়া খেলার বিভিন্ন সামগ্রী উদ্ধার করে ।