রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গতকাল র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানাধীন বগুড়া টু রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ বাসস্ট্যান্ড বনফুল হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে ১৭.৭ কেজি গাঁজা ও মাদক বহনকৃত ২টি সিএনজি সহ ৭ জন মাদক ব্যবসায়ী মোঃ মামুন মিয়া (২২), মোঃ মমিদুল হক (২৩), মোঃ রাজিনুর রহমান (২৩), শ্রী বিশাদ রায় (২৫) (সিএনজি চালক), সঞ্জিব রায় (২১), মোঃ নুরুজ্জামান (৪০) (সিএনজি চালক) লালমনিরহাট এবং মোঃ পাভেল সরকার (২৬) জেলা- গাইবান্ধা’কে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীগণ বেশ কিছুদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স¦ীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃৃত আসামীদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।