বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:০১ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ রংপুর-ঢাকা মহাসড়ক সম্প্রসারণের কাজ করছে চায়না কন্সট্রাকশন সেভেন ইঞ্জিনিয়ারিং ডিভিশন। এই প্রতিষ্ঠানে ৩১ জন চীনা নাগরিক কাজ করছেন। তাদের মধ্যে ৪ জন সম্প্রতি ছুটি শেষে চীন থেকে কর্মস্থল গোবিন্দগঞ্জ উপজেলায় বালুয়া এলাকায় ফিরেছেন। এই ৪ চীনা নাগরিককে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। তারা বর্তমানে উপজেলার বালুয়া এলাকায় অবস্থান করছেন।
সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ জানান, এর আগেও চীন থেকে ৪ জন এ জেলায় ফিরেছেন। তাদের নিজ নিজ কর্মস্থলে আলাদাভাবে কোয়ারেনটাইনে রাখা হয়েছিল। তাদের কোয়ারেনটাইনের সময় পার হয়েছে। তবে শরীরে করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ পাওয়া যায়নি। তারা বর্তমানে স্বাভাবিক জীবনযাপন করছেন।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মজিদুল ইসলাম বলেন, যে ৪ জনকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে এ পর্যন্ত তাদের শরীরে করোনার কোনো লক্ষণ পাওয়া যায়নি। স্বাস্থ্যকর্মীরা এসব ব্যক্তির নিয়মিত দেখা শোনা করছেন।
তিনি আরও জানান, এই ৪ জন সম্প্রতি ছুটি শেষে চীন থেকে এখানে ফিরেছেন। তারা সুস্থ। ওই দেশের স্বাস্থ্য বিভাগ ও বিমান বন্দর কর্তৃপক্ষ স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রত্যয়ন দিয়েছেন। তারপরও অধিক সতর্কতার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং স্বাস্থ্য বিভাগের নজরদারিতে রাখা হয়েছে।