সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৪ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে ট্রাকে তল্লাশি চালিয়ে ট্রাক থেকে ৪০ কেজি গাঁজা আটক করা হয়েছে। এসময় পুলিশ ট্রাকসহ চালক ও হেলপারকে গ্রেফতার করেছে ।গ্রেফতারকৃতরা পাবনার বেড়া উপজেলার রাকসা নতুন ভারাংগা গ্রামের কেরামত খাঁর ছেলে ট্রাক ড্রাইভার পলাশ খাঁ(২৮) ও একই উপজেলার সোনাপদ্দা গ্রামের মতিনের ছেলে হেলপার নাজিমুদ্দিন (২১)।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে থানার এএসআই শওকত আলম সিদ্দিকীর নেতৃত্বে একটি টিম গোবিন্দগঞ্জ শহরের হীরক মোড় এলাকায় রংপুর- বগুড়া মহাসড়কে বেড়িকেট দিয়ে বগুড়ামুখী মিনিট্রাক (ঢাকা মেট্রো ট ১৪-৬৬৭৮) তল্লাশি করে ট্রাকের হুডের ভিতর বিশেষ ভাবে রাখা ৮ টি মিনি বস্তায় পায় ৪০ কেজি ওজনের গাঁজা উদ্ধার করে। এ সময় মাদক পাচারকারী হিসেবে চালক পলাশ খাঁ এবং হেলপার নাজিমুদ্দিনকে গ্রেফতার করে ট্রাকটি আটক করে থানায় আনা হয়। উদ্ধার কৃত গাঁজার আনুমানিক মুল্য ৪ লাখ টাকা। থানায় এ ব্যপারে মামলা দায়ের হয়েছে।