বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:০৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের কাটাবাড়ি গ্রামে গত বুধবার রাত পৌনে ২টায় অভিযান চালিয়ে বিল্লাল হোসেন (৫৫) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। সে ওই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, বিল্লাল হোসেন ২ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে জিআর ৯৯/১৯৯৭ (মানিকগঞ্জে) একটি মামলা রয়েছে। এই মামলায় সাজা হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় সে ২০ বছর ধরে আত্মগোপন করে ছিল।