শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২২ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ ‘অভিগম্য আগামীর পথে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান ষড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল ইসলাম মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন,কামারদহ ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন,দরবস্ত ইউপি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, ফরিদুল ইসলাম, আশীষ কুমার দাশ রন্টু, মজনু মিয়া প্রমুখ।