বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:৪৯ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে ফেয়ার প্রাইসের ২০ বস্তা চাল অবৈধ ভাবে বিক্রির সময় ভ্যান সহ আটক করেছে এলাকাবাসী।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া বাজারে হত দরিদ্রদের জন্য ১০ টাকা দরে জনপ্রতি ৩০ কেজি চাল বিক্রির দিন ধার্য্য ছিল। গতকাল সকাল ১০টা থেকে ডিলার মানিক মিয়া চাল বিক্রি শুরু করে। চাল বিক্রির একপর্যায়ে সে হতদরিদ্রদের মাঝে চাল বিক্রি না করে প্রায় ২০ বস্তা চাল অবৈধ ভাবে এক চাল ব্যবসায়ীর নিকট বিক্রি করে দেয়। বিষয়টি এলাকাবাসীর চোখে পড়লে তাৎক্ষণিক ভাবে বিক্রিকৃত চালের ভ্যান আটক করে তারা। এসময় চাল ব্যবসায়ী ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে চালসহ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকে ডিলার পলাতক রয়েছে। উল্লেখ্য ডিলার মানিক মিয়া গুমানীগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি। ডিলারের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল রিসিভ করেননি। গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চাল উদ্ধার করে থানায় আনা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মামলা করলে মামলা নেয়া হবে।
উল্লেখ্য ডিলার মানিকের বিরুদ্ধে ইতিপূর্বেও অবৈধ ভাবে চাল বিক্রির অভিযোগ ছিল। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাস্থলে উপজেলা খাদ্য কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।