শুক্রবার, ০২ জুন ২০২৩, ১০:৩০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ১৩ কেজি গাজাসহ জাহাঙ্গীর মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জাহাঙ্গীর মিয়া কুড়িগ্রামের রাজাহাট উপজেলার তালুক আশারু গ্রামের জামাল মিয়ার পুত্র। পুলিশ জানায় গত মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার বাঁশহাটি এলাকায় বগুড়ামুখী এবি পরিবহণের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২টি লাল পলিথিনের মধ্য থেকে ১৩ কেজি গাজাসহ বহনকারী জাহাঙ্গীরকে আটক করা হয়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল সোয়া ৪ টার দিকে গাইবান্ধা পুলিশ সুপার তৌহিদুলের নির্দেশনায় মাদক বিরোধী অভিযানের সময় এস আই মুরাদ, এসআই আব্দুল্লাহ আল মামুন ও এএসআই মোঃ জহিরুল সঙ্গীয় ফোর্স নিয়ে এবি পরিবহনের বাসে তল্লাশি করে ২টি পলিথিনে করে গাঁজা গুলি গোপনে বহন কালে জাহাঙ্গীরকে আটক করে। এ ব্যপারে একটি মামলা দায়ের করা হয়েছে।