সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৭ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে হয়ে গেল ঐতিহ্যবাহী নবান্ন মেলা

গোবিন্দগঞ্জে হয়ে গেল ঐতিহ্যবাহী নবান্ন মেলা

স্টাফ রিপোর্টারঃ গতকাল গোবিন্দগঞ্জের পুরাতন বন্দরে ঐতিহ্যবাহী নবান্ন মেলা ও নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়।
বাংলা পঞ্জিকা মতে, প্রতি বছরের পহেলা অগ্রায়ন এ মেলা হয়ে থাকে। গত শনিবার ভোর থেকে বসতে থাকে বিভিন্ন ধরনের দোকান পাট, সকাল হবার সাথে সাথে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়। মেলায় রয়েছে বড় মাছ, নতুন চাল, ডাল, কাঁচা বাজার, দই, চিড়া, মিষ্টি, জিলাপীসহ বিভিন্ন খাবারের দোকান। খাবারের দোকানের পাশাপাশি রয়েছে মাটির বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী।
পুরাতন বন্দরে ভোজন ঘোষ বলেন, এই নবান্ন মেলা প্রতি বছর হয়ে থাকে, এখানে বিভিন্ন ধরনের নতুন ফল, কাঁচা বাজার, বড় মাছসহ সকল ধরনের বাজার পাওয়া যায়। একি এলাকার বাসিন্দা নিতু সরকার জানান, নবান্ন মেলা শুধু মেলা না এটি আমাদের মিলন মেলা ও বলা যায়, সকল বয়সের ও সকল শ্রেণীর মানুষ এই মেলায় ভিড় জমায়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসে এই অস্থায়ী মেলায় নানা ধরনের সামগ্রী ক্রয় বিক্রয় করে থাকে।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com