সোমবার, ২৯ মে ২০২৩, ০১:৩৮ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ৭০ গ্রাম হেরোইনসহ ২ ভাইকে গ্রেফতার করেছে।
গত সোমবার দিবাগত রাত পৌনে ৩ টার দিকে গোবিন্দগঞ্জ থানার এএসআই মাসুদ রানার নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন রাব্বির ওষুধের দোকানের সামন থেকে ৭০ গ্রাম হেরোইনসহ আপন দুই সহোদরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- পৌর শহরের বুজরুক বোয়ালিয়া ঝিল পাড়ার আবুল কালাম আজাদের ছেলে নাজমুল হোসেন নয়ন (২৫) এবং নজিবর রহমান (২০)।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, তারা দু’জনই চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সেবী। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।