মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৭ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে গতকাল বৃহস্পতিবার সকালে ফাঁসিতলা বন্দরে গ্রামীন ব্যাংক সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় সুজন (২৪) নামের এক যুবক নিহত হয়েছে। সে কামারদহ ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের এনছের আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে অটো ভ্যান-মিনি পিকআপ ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে অটো-ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটো ভ্যান চালক সুজন নিহত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতা চালায় এবং হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপকে আটক করেছে বলে জানা গেছে।