মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শান্ত কুমার দেব চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
জানা গেছে, গত বৃহ¯পতিবার শান্তু দেব মোটর সাইকেল যোগে গোবিন্দগঞ্জ উপজেলার কাটা ফাঁসিতলা এলাকা দিয়ে যাওয়ার সময় একটি ব্যাটারী চালিত অটোভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।