বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৫:৪৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ-রাজাবিরাট আঞ্চলিক সড়কের ফাঁসিতলা নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় শাহ মোঃ রফিকুল ইসলাম হারুন (৫৮) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। তিনি গোবিন্দগঞ্জের কামদিয়া ডিগ্রি কলেজের প্রভাষক।
জানা গেছে, গত রোববার বিকেলে রফিকুল ইসলাম হারুন মোটর সাইকেল যোগে তার গ্রামের বাড়ি ধুতুরবাড়িতে যাওয়ার সময় গোবিন্দগঞ্জ-রাজাবিরাট আঞ্চলিক সড়কের ফাঁসিতলা নামক স্থানে পৌঁছিলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে গোবিন্দগঞ্জ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে দেয়। এখানে তার অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থ্য়া রাত ১২টার দিকে তিনি মারা যান।