মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের কাটামোড় এলাকায় সাঁওতালদের বাপ-দাদার জমিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল-বেপজার সকল কর্মকান্ড বন্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদারপুর থেকে সাঁওতালদের বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধন ও সমাবেশে অংশ নেয়।
সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের সভাপতিত্বে সমাবেশে রাখেন সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার, সহ সাংগঠনিক সম্পাদক সুফল হেমব্রম, সহ কোষাধ্যক্ষ প্রিসিলা মুরমু, ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির নেতা স্বপন শেখ, কেরিনা হাসদা, নুরুল ইসলাম হাজী, থমাস হেমব্রম, সুচিত্র মুরমু তৃষ্ণা, সদস্য ময়নুল হক ও অলিভিয়া হেমব্রম প্রমুখ।