সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টালঃ গোবিন্দগঞ্জে কাঠের গুড়ার বস্তায় করে পাচারের সময় এক হাজার ৪৮ বোতল ফেনসিডিলসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে গোবিন্দগঞ্জ থানায় আয়োজিত মিট দ্য প্রেস-এ গাইবান্ধার পুলিশ সুপার মোঃ কামাল হোসেন আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বৃহস্পতিবার ঢাকা-রংপুর মহাসড়কের কামারদহ ইউনিয়নের বকচর নামক স্থানে ঢাকাগামী একটি মালবাহী পিকআপ তল্লাশী করা হয়। এ সময় পিকআপে থাকা কাঠের গুড়ার বস্তার মধ্যে কৌশলে রাখা ফেনসিডিলগুলো জব্দ করা হয়। এ সময় মাদক বহনকারী দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতাকৃতরা হলেন- মোঃ ইমরান আলী ও মোঃ রবিউল ইসলাম। তাদের দুজনেরই বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পাটগ্রাম সাহেবডাঙ্গা গ্রামে। গোবিন্দগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের দেওয়া তথ্যমতে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত আরও কয়েকজনকে গ্রেপ্তারে অভিযান চলছে। এসময় গোবিন্দগঞ্জের ওসি ইজার উদ্দিনসহ সব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।