সোমবার, ০৫ জুন ২০২৩, ০৬:৩৪ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে গতকাল বাসুদেববাড়ী জিউর মন্দির প্রাঙ্গনে পূজা অর্চনা, কীর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন।
গোবিন্দগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তনয় কুমার দেবের সভাপতিত্বে ও বাসুদেববাড়ী জিউর মন্দির কমিটির সাধারণ সম্পাদক জেলা পুজা উদযাপন পরিষদের সহসভাপতি প্রভাষক দীপক কর দীপুর পরিচালনায় উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পরিষদের সদস্য কেএম জাহাঙ্গীর আলম, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, উপজেলা পূজা উদযাপন পরিষদেও সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর রিমন তালুকদার, ধীরেন্দ্র নাথ বর্মন, জয় কুমার রায়, সজল দেবনাথ, সুমন চাকী, গোপাল চক্রবর্তী, প্রানেশ চন্দ্র পাল, গৌর পাহাড়ী প্রমূখ।