রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:২৩ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে সাড়ে ৫ বছর বয়সের এক শিশুকে বলাৎকারের অভিযোগে সিহাব (১৮) নামের এক বখাটে যুবকের বিরেুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। শিশুটিকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কাজীপাড়া গ্রামে গত বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই শিশুটি তার বাড়ীর পার্শ্বে খেলছিল। এসময় একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে বখাটে যুবক সিহাব শিশুটির মুখ চেপে ধরে তার বাড়ীতে নিয়ে গিয়ে জোরপূর্বŸক বলাৎকার করে। পরে শিশুটি কান্নাকাটি শুরু করে বাড়ীতে এসে ঘটনাটি তার মাকে খুলে বলে। অসুস্থ অবস্থায় শিশুটিকে তার পরিবারের লোকজন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে সিহাবের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের হয়েছে এবং তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।