শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৪ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে লিটন হত্যাকান্ডে জড়িত ২ জন গ্রেফতার

গোবিন্দগঞ্জে লিটন হত্যাকান্ডে জড়িত ২ জন গ্রেফতার

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে চা দোকানী লিটন শেখ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত শুক্রবার রাতে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলা ফুলবাড়ি ইউনিয়নের ভাগদড়িয়া গ্রামের বাচ্চা মিয়ার ছেলে নুর হোসেন (৩৮) ও পৌর শহরের বুজরুক বোয়ালিয়া (হীরক মোড়) এলাকার মৃত ইয়াছিন ব্যাপারীর ছেলে একরাম ব্যাপারী (৩৫)।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, চা দোকানী লিটন শেখ হত্যার রহস্য উদঘাটনে পুলিশ গত শুক্রবার সন্ধ্যার পর থেকে হত্যাকারীদের গ্রেফতারে ভাগদরিয়া ও হীরক মোড়সহ আশপাশের এলাকায় গোপনে অভিযান চালায়। এর প্রেক্ষিতে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে লিটন হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে পালিয়ে থাকা নুর হোসেন ও একরামকে পুলিশ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com