রবিবার, ০৪ জুন ২০২৩, ১২:৫৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জ উপজেলার কাটা মোড় থেকে রাজাবিরাট সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। এ সময় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, গোবিন্দগঞ্জের পৌর মেয়র আতাউর রহমান সরকার, সড়ক ও জনপথের উপ বিভাগীয় প্রকৌশলী রমজান আলী, সাপমারা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন সরকার, ঠিকাদার গাইবান্ধা পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মতলুবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে সড়কটির উন্নয়ন কাজ চলবে। ১২ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি ১২ ফুট প্রশস্থ থেকে উভয় পাশে ৩ ফিট করে প্রশস্থ করার মধ্য দিয়ে ১৮ ফিটে উন্নীত করা হবে। এজন্য ব্যয় বরাদ্দ দেয়া হয়েছে ২৯ কোটি টাকা।
এমপি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। গত দশ বছরে গোবিন্দগঞ্জে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটেছে গোবিন্দগঞ্জে। এখানকার দু’চারটে ছাড়া সকল সড়ক পাকা করা হয়েছে। যেগুলো বাকী রয়েছে, স্বল্প সময়ের মাঝে সেগুলোও পাকা করা হবে।