শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জ উপজেলার পৌর এলাকার ২নং ওয়ার্ডের কাইয়াগঞ্জ বটতলা এলাকায় গতকাল রোববার বাজি ধরে সর্বস্ব হারিয়ে ধার-দেনার চাপে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট খেয়ে মোহন (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
স্থানীয়রা জানিয়েছে, ওই গ্রামের ধলু মিয়ার পুত্র মোহন দীর্ঘদিন যাবত বিভিন্ন দেশের ক্রিকেট লীগের খেলায় অন লাইনে বাজি ধরে সর্বস্ব হারিয়ে ফেলে। পরবর্তীতে স্থানীয় কিছু দাদন ব্যবসায়ির কাছ থেকে মোটা অংকের টাকা ধার নিয়ে বাজি ধরে শেষ করে। এর ফলে রোববার পাওনাদারদের ভয়ে সে আত্মহত্যার উদ্দেশ্যে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।