শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১২ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জের কোমরপুরে দু’টি মোটরসাইকেলের সংর্ঘষে বাবা সামসছুল আলম নিহত ছেলে আমিরুল ইসলাম গুরুতর আহত হয়েছে। নিহত সামসুল আলম (৫৮) তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের জহির উদ্দীনের পুত্র।
স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে পারিবারিক কাজে সামসুল আলম ছেলে আমিরুলের মোটরসাইকেলে চড়ে পলাশবাড়ীর দিকে যাওয়ার সময় ঢাকা-রংপুর মহাসড়কের কোমরপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেলের সাথে সংর্ঘষ হয়। এতে পিতা-পুত্র দুজনই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার পিতা সামসুল আলমকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ একে এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।