রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৭ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে অগ্নিকান্ডে মোজা কারখানায় মালামাল পুড়ে আনুমানিক ৩ লক্ষাধিক টাকার সম্পদের ক্ষতি হয়েছে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, গোবিন্দগঞ্জ পৌরশহরের বর্ধনকুঠিতে তোফাজ্জল হোসেনের ছেলে বাবুল মিয়ার মোজা কারখানায় গত শনিবার দুপুরে হঠাৎ করে অগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুনে কারখানায় থাকা সুতার তৈরী মোজা, টুপি পুড়ে যায়। আশপাশের লোকজন এসে আগুন নেভাতে সাহায্য করে প্রায় এক ঘন্টা পর আগুন নেভাতে সক্ষম হয়। কারখানার মালিক জানায় কারখানায় থাকা সুতাম মোজা, টুপি পুড়ে তার প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।