বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:৪১ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে মাস ব্যাপী আবাসিক ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন।
গোবিন্দগঞ্জ উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি কেএম মোস্তাফিজুর রহমান আঙ্গুরের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক প্রভাষক দীপক কর দীপু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কে এম জাহাঙ্গীর আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোকাররম হোসেন রানা, প্রবীণ ক্রীড়াবিদ আব্দুর রাজ্জাক আউয়াল, সাধন কুমার সাহা, গোলাম রব্বানী নবাব, তোফাজ্জল হোসেন, আবু সুফিয়ান, হেলাল মোল্লা, শামসুল হক মাসুম, শহিদুল ইসলাম, রেজাউল করিম, শামীম রেজা মন্টু, সাগর প্রমুখ। গোবিন্দগঞ্জ উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতি ও উপজেলা ক্রীড়া সংস্থা’র আয়োজনে এই প্রশিক্ষণ ক্যাম্পে উপজেলার মোট ৩০ জন নবীন খেলোয়াড় অংশগ্রহণ করেন।