রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:০৬ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে গতকাল মুক্তিযোদ্ধা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
গতকাল গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আতাউর রহমান সরকার।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজাদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ ছাদেক, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পান্না, বীর মুক্তিযোদ্ধা ছালজার রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাকী, বীর মুক্তিযোদ্ধা জাবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধার সন্তান মিয়া আসাদুজ্জামান হীরু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি শে আলী মোহাম্মদ গোলাম রব্বানী প্রধান, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম নোমান, সহসভাপতি সাজেদুর রহমান স্বপন প্রমুখ। শেষে মুক্তিযোদ্ধাদের একটি র্যালী শহরের বিভিণœ সড়ক প্রদক্ষিণ করে।