বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:১৭ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে রবি মৌসুমে ৬ হাজার ২শ’ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রুপালী জাতের বোরো হাইব্রীড ধানের বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস চত্ত্বরে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খালেদুর রহমান। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোশারফ হোসেনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্যের সমন্বয়ক আব্দুল্লাহ আল হাসান চৌধুরী লিটন, কৃষকলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু, উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।
শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬ হাজার ২শ’ প্রান্তিক কৃষকের মাঝে প্রত্যেককে ২ কেজি করে রুপালী জাতের বোরো হাইব্রীড ধানের বীজ বিতরণ করা হয়।