শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:০৬ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে বিদ্যুতায়িত হয়ে জান্নাতি নামে (৯) এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের দক্ষিণ মিরুপাড়া গ্রামের জাফুরুল ইসলামের শিশু কন্যা জান্নাতি গতকাল শনিবার দুপুরে বাড়ির দক্ষিণ পার্শ্বের বিলে শাপলার ভ্যাট তুলতে যায়। কিন্তু বিলের পানিতে পূর্ব থেকে বিদ্যুতের ছেঁড়া তার পড়ে থাকায় পানি বিদ্যুতায়িত হয়ে যায়। জান্নাতি ভ্যাট তোলার জন্য বিলের পানিতে নামার সাথে সাথে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই সে মারা যায় । খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার এসআই সজিব মিয়া ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে ।