সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জ উপজেলার হাইওয়ে থানার সামনে গতকাল রোববার সকালে ঢাকা-রংপুর মহাসড়কে বাসের চাপায় পিষ্ট হয়ে আশিকুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আশিকুল গোবিন্দগঞ্জ উপজেলা শহরের বিশুবাড়ি এলাকার আবুল কাসেমের ছেলে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আহসান জানান, আশিকুল সকালে মোটরসাইকেলে বগুড়ার দিকে যাচ্ছিলেন। তার মোটরসাইকেলটি হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে রংপুর থেকে আসা একটি বাস তাকে পেছন থেকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে আশিকুল গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।