শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে বাসার গেটের গ্রিল কেটে ২টি মোটর সাইকেল চুরি করে নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌরশহরের চৌমাথার শামীম ইলেকট্রনিক্স এর সত্ত্বাধিকারী শামীম আকতারের চক গোবিন্দ চাষকপাড়ায় গত শনিবার গভীর রাতে বাসার গেটের গ্রিল ও রুমের দরজার হ্যাজবল কেটে রুমে থাকা হিরো ও এ্যাপাসী ২টি মোটর সাইকেল চুরি করে নিয়ে যায় চোরেরা। মোটর সাইকেল ২টি হচ্ছে-কালো রংয়ের হিরো হোন্ডা হাংক রেজি: নং-চট্রো-মেট্রো-ল-১৩-১১৯৯, এবং লাল-কালো মিশ্রিত রংয়ের অ্যাপাসী, রেজি: নং-চট্রো-মেট্রো-ল-১১-২৫৩৩। গতকাল রোববার সকালে শামীম আকতার ঘুম থেকে উঠার পর এ অবস্থা দেখতে পেয়ে থানায় খবর দিলে তাৎক্ষনিক ভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় তিনি গোবিন্দগঞ্জ থানায় একটি জিডি করেছেন।