শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে বাসার গ্রিল কেটে ২টি মোটর সাইকেল চুরি

গোবিন্দগঞ্জে বাসার গ্রিল কেটে ২টি মোটর সাইকেল চুরি

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে বাসার গেটের গ্রিল কেটে ২টি মোটর সাইকেল চুরি করে নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌরশহরের চৌমাথার শামীম ইলেকট্রনিক্স এর সত্ত্বাধিকারী শামীম আকতারের চক গোবিন্দ চাষকপাড়ায় গত শনিবার গভীর রাতে বাসার গেটের গ্রিল ও রুমের দরজার হ্যাজবল কেটে রুমে থাকা হিরো ও এ্যাপাসী ২টি মোটর সাইকেল চুরি করে নিয়ে যায় চোরেরা। মোটর সাইকেল ২টি হচ্ছে-কালো রংয়ের হিরো হোন্ডা হাংক রেজি: নং-চট্রো-মেট্রো-ল-১৩-১১৯৯, এবং লাল-কালো মিশ্রিত রংয়ের অ্যাপাসী, রেজি: নং-চট্রো-মেট্রো-ল-১১-২৫৩৩। গতকাল রোববার সকালে শামীম আকতার ঘুম থেকে উঠার পর এ অবস্থা দেখতে পেয়ে থানায় খবর দিলে তাৎক্ষনিক ভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় তিনি গোবিন্দগঞ্জ থানায় একটি জিডি করেছেন।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com