শনিবার, ১০ জুন ২০২৩, ০৯:৩৭ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্ম বার্ষিকী উপলক্ষে গতকাল গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুঠিত হয়।
ওইদিন বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আতাউর রহমান সরকার এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কোচাশহর ইউপি’র সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি কামারদহ ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, যুগ্ম সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম জর্জ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরে আলম সিদ্দিকী, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ একেএম আব্দুর নুর, উপজেলা বাস্তহারালীগের সভাপতি সোহরাব হোসেন, প্রভাষক তরিকুল ইসলাম ও রফিকুল আলম সরকার, তাহেদুল ইসলাম রকেট, আনোয়ার হোসেন ঠান্ডু, মোস্তাফিজুর রহমান মুকু, জালাল উদ্দিন রুমী, আসাদুজ্জামান রিগেন, রাজু সরকার, ফরহাদ আলী ও সাকিব খান লেবু, সালমান কবির প্রমুখ।
শেষে ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের শহিদ সকল সদস্যের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।