বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:৪৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ পশ্চিম চৌমাথা এলাকায় অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাসী চালিয়ে ২৮৫ বোতল ফেন্সিডিল, একটি ট্রাকসহ এক হাসান প্রামানিক ওরফে বাবু (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ পৌরশহরের পশ্চিম চৌমাথা এলাকায় বিরামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ঢাকা মেট্রো ন-১৭-৮৮৯০ ট্রাক আটক করে তল্লাসী চালায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ। এসময় ট্রাকের কেবিনে বিশেষ কায়দায় রাখা ২৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পুলিশ ফেন্সিডিল ব্যবসার সাথে জড়িত বগুড়া জেলার গাবতলী উপজেলার পীরগাছা তেলকুপি গ্রামের জহুরুল ইসলামের ছেলে পেশাদার মাদক ব্যবসায়ী হাসান প্রামানিক ওরফে বাবু (২২) কে ট্রাকসহ আটক করে থানায় নিয়ে যায়। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য প্রায় দেড় লক্ষ টাকা বলে পুলিশ জানায়। তাঁর বিরুদ্ধে টাঙ্গাইলের আদালতে আরও দুইটি মাদকের মামলা বিচারাধীন রয়েছে। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।