শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৩ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে বিপুল পরিমান ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মিষ্টি কুমড়া
বোঝাই পিকআপ (দিনাজপুর-ন-১১-১৩৬০) দ্রুতগতিতে গোবিন্দগঞ্জ পৌর এলাকা পার হওয়ায় সময় পুলিশ পিকআপটি থামিয়ে তল্লাশী চালায়। এসময় পিকআপে থাকা মিষ্টি কুমড়ার নিচে রাখা ৩টি চটের বস্তায় ৩শ’ ১৬ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ পিকআপ চালক শামীম মিয়া (২৮) ও হেলপার রশিদ রাজবীর (২২) কে গ্রেফতার করে পুলিশ। পরে পিকআপটি আটক করে থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারকৃত শামীম মিয়া দিনাজপুর সদরের রামনগর গ্রামের মৃত শাহাবুল ইসলামের ছেলে ও রশিদ রাজবীর একই গ্রামের মৃত রফিকুল ইসলাম রতনের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতাকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে।