সোমবার, ০৫ জুন ২০২৩, ০৬:৩৫ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে পুলিশ অভিযার চালিয়ে ৪৭ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ থানার এসআই আলাউদ্দিন, এএসআই মাসুদ রানা, আসাদুজ্জামান, মুশফিকুর রহমান ও জাহেরুল ইসলামের সমন্বয়ে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ঘোড়াঘাট- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর এলাকার বাধন পাম্পের সামনে দিনাজপুর হতে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস আটক করে। এ সময় বাসটিতে তল্লাশি চালিয়ে বাসযাত্রী জহুরুল ইসলামের (২১) লাগেজে লুকিয়ে রাখা ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত জহুরুল দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার তেখড়া দিয়াস গ্রামের আব্দুল মালেকের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে এবং গ্রেফতারকৃত জহুরুলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।