সোমবার, ২৯ মে ২০২৩, ০২:২৫ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে পুলিশ একটি যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ২১ বোতল ফেনসিডিলসহ সারোয়ার পারভেজ (৪২) নামের এক বাসযাত্রীকে গ্রেফতার করেছে। সে দিনাজপুর জেলার সদর উপজেলার রামসাগর (দিঘীপাড়া) গ্রামের আব্দুর রহমানের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার এএসআই সাইফুদ্দিন সরকার ও এএসআই মুশফিকের নেতৃত্বে পুলিশের একটি দল গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে গোবিন্দগঞ্জ- দিনাজপুর আঞ্চলিক সড়কের উপজেলার হাইওয়ে হোটেল মেগাস্টারের সামনে দিনাজপুর হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস আটক করে তল্লাশি চালায়। এসময় বাসের যাত্রী সারোয়ার পারভেজের শরীরে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় ২১ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।