রবিবার, ০৪ জুন ২০২৩, ১২:৪৯ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন, ডাক্তার ও পুলিশ প্রশাসনের জন্য করোনা মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সস্মেলন কক্ষে বিবিএস কেবলস এর বিশেষ প্রতিনিধি মাহমুদ চৌধুরী উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের হাতে পিপিই, হ্যান্ড গ্লোবস, হ্যান্ড সেনিটাইজার, মাক্স সহ বিভিন্ন সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভৃমি) নাজির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মজিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান ।