শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:১৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জ উপজেলায় গতকাল শনিবার ভোরে বালুয়া বাজার ও উপজেলার বকচর এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মোজাফ্ফর হোসেন (৪২) নামে একজন নিহত ও ৬ জন আহত হয়েছে। নিহত মোজাফ্ফর দিনাজপুর জেলার বাংলাহিলির বাসিন্দা।
জানা গেছে, গতকাল শনিবার ভোরে উপজেলার বালুয়া বাজার এলাকায় ঢাকা থেকে রংপুরগামী একটি ট্রাকের পেছনে অপর একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে পেছনের ট্রাকটির কেবিন দুমড়ে মুচরে যায়। এতে কেবিনে থাকা চারজন কেবিনেই আটকা পড়ে। পরে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা গিয়ে আটকা পড়া চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অপরদিকে সকাল ১০টায় ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি ট্রাকের পেছরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকে থাকা ৩ যাত্রী গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় মোজাফ্ফর হোসেন মারা যায়।