বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:৫১ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী সাবেক ইউপি মেম্বর আতাউল হক আতাকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার কোচাশহর ইউনিয়নের আরজি সাহাপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।
জানা গেছে, গত রোববার রাত সাড়ে ৮ টার দিকে গোবিন্দগঞ্জ থানার একদল পুলিশ আতার বাড়ীতে অভিযান চালায়। এ সময় পুলিশ একটি মোটরসাইকেলের সিটের নিচ থেকে লক্ষাধিক টাকার ২০ পুড়িয়া হিরোইনসহ আতাকে গ্রেফতার করে। পরে পুলিশ হ্যান্ডকাপ লাগিয়ে তাকে থানায় আনার জন্য সিএনজিতে তোলার সময় সে কৌশলে পালিয়ে গিয়ে বাড়ির পিছলে লুকিয়ে পড়ে। পরে পুলিশ অভিযান চালিয়ে আবারো তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এসময় তার নিজস্ব মোটর সাইকেলটি মাদক বহনের কাজে ব্যবহৃত হওয়ায় আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং গতকাল সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।