শনিবার, ০৩ জুন ২০২৩, ১০:৫৪ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে গত রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার ও অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে।
থানা সূত্রে জানা গেছে, পাশ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ময়দান হাটা ইউনিয়নের মেঘাখোর্দ্দ গ্রামের আনিসুর রহমান গত রবিবার সন্ধ্যার দিকে ব্যাটারী কেনার জন্য গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ডের হানিফ কাউন্টারের সামনে আসলে বকচর এলাকার লুংগি বাপ্পি তার সহযোগিদের নিয়ে সেখান থেকে আনিসুরকে কৌসলে অপহরণ করে তার বাড়িতে নিয়ে যায়। অপহরণকারী চক্রের মুল হোতা লুংগি বাপ্পি সেখান থেকে আনিসুরের ছেলে বকুল মিয়া রনিকে মোবাইল করে তার বাবাকে ছেড়ে নেয়ার জন্য মুক্তিপন হিসেবে ৪০ হাজার টাকা দাবী করে। গোবিন্দগঞ্জ থানায় এসে রনি বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ অভিযান চালিয়ে রাত সাড়ে ৮ টার দিকে বাপ্পির বাড়ি থেকে তার বাবা ছবেদ আলী ও তার শ্বাশুড়ী মনোয়ারা বেগমকে গ্রেফতার করে। পরে আনিসুরকে উদ্ধারে পুলিশ সারারাত বিভিন্ন স্থানে অভিযান চালায়। এক পর্যায়ে অপহরণকারীরা রাত সাড়ে ৩টার দিকে আনিসুরকে গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের সামনের রাস্তায় ছেড়ে দিলে পুলিশ তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাসপাতালে ভর্তি করে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, এ ঘটনায় আনিসুরের ছেলে বকুল মিয়া রনি বাদি হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করে এবং গ্রেফতারকৃত দুই অপহরণকারীকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।