সোমবার, ০৫ জুন ২০২৩, ০৫:৩৮ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে গত শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ৩শ’ গ্রাম গাঁজাসহ ২ মাদকসেীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার হরিরামপুর ইউনিয়নের গরিরামপুর গ্রামের মৃত এজাবুদ্দিনের ছেলে এনামুল হক গেদা (৩২) ও রুদ্রনগর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে তফিকুল ইসলাম ঝন্টু (৩১)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার এসআই মোবারক আলী ও এএসআই আব্দুস সামাদ সঙ্গীয় ফোর্সসহ গত শনিবার রাত সোয়া ১০টার দিকে অভিযান চালিয়ে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের রেজাউলের বাড়ি থেকে ৩শ’ গ্রাম গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং গ্রেফতাকৃতদের আদালতের মাধ্যমে গতকাল রবিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।