শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৮:১৯ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে মামলার সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামীকে গ্রেফতার করেছে।
জানা গেছে, থানার এএসআই মাসুদ রানার নেতৃত্বে একদল পুলিশ গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে থানা চারমাথা মোড় হতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোস্তাক আলী পাঠানকে (৪৮) গ্রেফতার করেছে। সে পৌর এলাকার দূর্গাপুর গ্রামের মৃত মমতাজ আলী পাঠানের ছেলে।
এ ছাড়াও একই দিন রাত সাড়ে ১২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী উপজেলার কামারদহ ইউনিয়নের রসুলপুর গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে রবিউল ইসলামকে(৪৫) তার বাড়ি থেকে গ্রেফতার করে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, থানায় দায়েরকৃত মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন থেকে তারা পলাতক ছিল- গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে গাইবান্ধা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।