রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:৫৮ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আসাদুল ইসলামের ৩ বছরের শিশু কন্যা ফাতেমা আকতার (৩) পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
পরিবার সুত্রে জানা গেছে, শিশু কন্যা ফাতেমা প্রতিদিনের ন্যায় গতকাল মঙ্গলবার সকালে মায়ের সাথে খাওয়া-দাওয়া শেষে অন্যান্য শিশুদের সাথে খেলার জন্য মায়ের অগোচরে ঘর থেকে বের হয়ে আসে। দীর্ঘক্ষণ সময় অতিবাহিত হওয়ায় বাবা মা ফাতেমাকে খুঁজতে থাকে। এর এক পর্য়ায়ে পাশের বাড়ীর মৃত-মোসলেম উদ্দিনের পুত্র মোহাম্মদ আলীর পুকুরে তার ভাসমান লাশ পায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।