শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের ডুমুরগাছা গ্রামে গত শনিবার সন্ধ্যায় পানিতে ডুবে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা ওই গ্রামের ইয়াছিন আলীর ছেলে রবিউল (৫) এবং আইয়ুব আলীর ছেলে শফিউল (৫)।
নিহত শিশুদের স্বজনরা জানান, প্রতিবেশী শিশু রবিউল ও শফিউল বাড়ির পাশে উঠানে খেলাধুলা করছিলো। খেলাধুলার একপর্যায়ে সবার অগোচরে পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পড়ে বাড়ীর পাশের ডোবার পানি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।