সোমবার, ২৯ মে ২০২৩, ০২:১৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের আমতলী বাজার এলাকায় গতকাল ইট বোঝাই পাওয়ার ট্রলির চাপায় মকবুল হোসেন (৫৫) নামে এক পথচারীর নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি ইট বোঝাই পাওয়ার ট্রলি দ্রত গতিতে আমতলী বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় গোবিন্দগঞ্জ-ত্রিমোহিনী সড়কে পথচারী মকবুল হোসেনকে চাপা দিলে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ট্রলিটি আটক করে থানায় নিয়ে যায়। নিহত মকবুল হোসেন উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের দরগাপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে।