শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:২৬ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাঙ্কিতে শ্বাসকষ্টে শ্রমিকের মৃত্যু

গোবিন্দগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাঙ্কিতে শ্বাসকষ্টে শ্রমিকের মৃত্যু

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে নির্মাণাধীন পায়খানার সেফটি ট্যাঙ্কিতে কাজ করার সময় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে সদু মিয়া (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।
জানা গেছে, উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে সাখাওয়াতজ্জামানের বাড়িতে ল্যাট্রিনের সেফটি ট্যাঙ্ক নির্মাণ কাজ চলছিল। গতকাল রবিবার সকাল ১০ টার দিকে ল্যাট্রিনের ঢালাই কাজের সাটারিংয়ের বাঁশ-কাঠ খোলার জন্য কাজ শুরু করে সদু মিয়া ও আরও এক শ্রমিক। ট্যাঙ্কির পানির মধ্যে নেমে কাজ করার সময় শ্বাসকষ্টে সদু মিয়া অসুস্থ হয়ে সেখানে পানিতে ডুবে যায়। অপর শ্রমিক উপরে উঠে এসে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে এবং তারা গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌছে সদু মিয়ার লাশ উদ্ধার করে।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com